Authors
Explore our collection of books across different authors
ফখরুল করিম
4
Books
12
Followers
ফখরুল করিম (পারিবারিক স্নেহের নাম শামীম), জন্মঃ ৩১ ডিসেম্বর, ১৯৭৩। জন্মস্থানঃ দরিল্যা কাদির সরকার বাড়ি, ত্রিশাল, ময়মনসিংহ। পিতাঃ মরহুম রেজাই করিম, মাতাঃ ফাতেমা বেগম। তাঁর পাঁচবোন ও তিনভাই। তাঁর স্ত্রী খাদিজা খাতুন মুন্নী, বেসরকারি আন্তর্জাতিক সংস্থা- প্লান বাংলাদেশে কর্মরত। তাঁদের রয়েছে দু’সন্তান- ফারিহা ফাইরুজ সিথি এবং লাবিব আল করিম। শিক্ষাঃ বি.এসসি অনার্স এবং এম.এস ইন ফরেস্ট্রি, খুলনা বিশ্ববিদ্যালয়। এম.এ ইন গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট, আইজিএস-ব্রাক বিশ্ববিদ্যালয়। পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয়। তিনি খণ্ডকালীন পি.এইচ.ডি গবেষক হিসেবে জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে’ ইলেক্ট্রনিক মিডিয়ায় নাটক নিয়ে গবেষণা করছেন।