‘আমি যাকে ভালবাসি সে অন্তত আমাকে গোপনে মেরেছে সহস্রবার কিন্তু আমি মরিনি একাকী দৃশ্যত নিস্তব্ধ হয়ে, তাকেও মুখর করে রাখি ক্রন্দনে, মরিনি বলে তাকেও মুখর করে রাখি’- শক্তি চট্টোপাধ্যায়। ভালবাসার শক্তিমান উক্তি দিয়েই ভালবাসাকে জয় করতে হয়। লেখার প্রেরণা বলতে আসলে চোখে যা দেখি তাই কল্পনায় নিয়ে ঘষাঘষি করে কিছু একটা লেখার চেষ্টা করি- কখনো কবিতা, কখনো গান, কখনো নাটক, কখনো-বা ছোটগল্প। এভাবেই চলে লেখালেখির সাথে সময় কাটানো। যা লিখি তা যে নিজের নয়, এ কথা আমি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটিকেও বুঝাতে পারিনি, এ ব্যর্থতা আমার আর সফলতা ক্ষণিক বিচ্ছেদ কিংবা অভিমানের সুরে কোনো এক বিরহ রাগের সঞ্চালন। এই বইটির কিছু কবিতা এসেছে কিছু চেনা ও আপন মানুষের আত্মোপলব্ধি ও আত্মদহন থেকে, কিছু কবিতা ভালবাসার হেঁয়ালিপনায় জীবনের বাঁকে বাঁকে আলোকসম্পাত থেকে, আসলে সব কবিতায় এসেছে কবির স্বপ্ন আর কল্পনার মিশ্র আবরণের চরম আর পরম ভালবাসার জলতরঙ্গে। কবিতার বইটি যদি কারও হৃদয়ে বিন্দুমাত্র দাগ ফেলতে পারে, তাহলেই কবিমন সুখ-দুঃখ আনন্দ-বেদনার মাঝে সৃজনশীলতায় সার্থকতা খুঁজে নেবে।