হৃদয়ে অবগাহন করে গভীর শূন্যতায় খুঁজে পাই নিত্যদিনের উপাদান। এর কাছ থেকে, ওর কাছ থেকে কিংবা নিজস্ব আবেগের ওপর ভর করে চলছে লেখার কাজ। যাকে বলে নিতান্ত সময় কাটানোর একটা তীব্র আকাঙ্ক্ষা। কবিতার হৃদয়াঙ্গনে প্রবেশ করা আর কবিতায় ভাবের তুলি চালানো, সত্যিই এক কঠিন ব্যাপার। তবু সময়ের সাথে খেয়াল রেখে কাব্যচর্চার প্রতিক্ষণে কিছু কিছু কবিতা যেন পাঠকের মনে আঁচড় দিয়ে মসৃণতায় জড়াতে পারে-- তবেই পাওয়া যাবে আনন্দের জয়ধ্বনি। Love is illusion ...but it controls the world.........samarthan bidari Love is when you need someone to be a part of your life, even when they are boring and dumb and rude, because you know they will again have one of those moments where they shine and that light is what you need to survive.