এটা প্রমাণিত যে, আপনি যদি এমবিএ'র শিক্ষার্থী অথবা এমবিএ ডিগ্রি অর্জনে আগ্রহী হন, এ বই আপনার কাজে লাগবে। বিশেষ করে অধৈর্য শিক্ষার্থীদের উপযোগী করে এটা লেখা হয়েছে। দ্য টেন-ডে এমবিএ থেকে পাঠকেরা এমবিএ'র মূল বিষয়গুলো জানতে পারবেন, এজন্য দুটি বছর খরচ করতে হবে না আর কয়েক লক্ষ টাকাও গুণতে হবে না খরচখরচার জন্য । এ বই আপনাকে জোগাবে সেইসব দক্ষতা যা সফল করে তোলে এমবিএদের। মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের এমবিএ শিক্ষার অত্যাবশ্যকীয় বিষয়গুলোর সারসংক্ষেপ রয়েছে দ্য টেন-ডে এমবিএ বইটিতে। প্রধান কন্সেপ্টগুলো তুলে ধরতে গ্রন্থকার উদাহরণ ও রূপরেখা ব্যবহার করেছেন এবং যেখানে সম্ভব হয়েছে সারসংক্ষেপ করেছেন । তিনি সংক্ষিপ্তাকারে সর্বাধিক গুরুত্বপূর্ণ কন্সেপ্টগুলো স্বচ্ছভাবে বর্ণনা করেছেন, যাতে উৎসাহ না হারিয়ে শিক্ষার্থী সেগুলো শিখতে ও মনে রাখতে পারেন। একবারে একটি বইতে এমবিএ'র বিষয়গুলো শেখার মাধ্যমে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমবিএ বিষয়ক জ্ঞান সংশ্লেষণের সুযোগ রয়েছে একজন শিক্ষার্থীর গ্রন্থকার স্টিভেন সিলবিগার-এর লক্ষ্য হলো: বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে যা শেখান হচ্ছে সেইসব তত্ত্ব ও উল্লেখযোগ্য বিষয়গুলোর সঙ্গে শিক্ষার্থীকে সহজে পরিচয় করিয়ে দেয়া, যাতে তার মধ্যে তৈরি হয় এমবিএ'র মানসগঠন।