আমি একবার উড়ে যাওয়া চড়ুইয়ের বুক ছিঁড়ে দেখেছিলাম, দেখলাম সেখানে অরুর চোখের দুই ফোঁটা জল, এক মেঘমায়া। আমি বজ্রপাতের মতো চিৎকার করে বলেছিলাম, ছটফটে চড়ুই আমি তোমার মতো, তুমি ঠিক আমার মতো। আমি কি তাহলে ভুল ছিলাম, সে কথা নাহয় একটু বিশ্রাম নিক। কিছু সময় পরে বলি। দেবদারু গাছের ডালে নতুন কচি পাতা এসেছে, সেইসব পাতারা ধীরে ধীরে হরিৎ বরণ নিয়ে দুরুদুরু বুকে ইতিউতি চায়। লিলুয়া বাতাসে উত্তর থেকে দক্ষিণে ঝুঁকে, পূর্ব থেকে পশ্চিমে ঝুঁকে পড়ে, এরপর আবার নতুন হাঁটতে শেখা বাচ্চাদের মতো বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে দাঁড়ায়। আমি ওদের এক ভোরে হঠাৎ করেই বাতাসের গায়ে ভর দিয়ে ছুঁয়ে দিয়েছিলাম, বলেছিলাম—দেখো হে নতুন পাতার দল, আমি ঠিক তোমাদের মতো, দেখো দেখো। আমারও বুকের ভেতরও অমন কচি সবুজ রং আছে তো। আমি কি তবে ভুল ছিলাম? কিছু সময় পরে বলি।
অনেকদিন পর এমন একটা অসাধারণ বই পাঠ করলাম। এ যেন আমারই জীবনের প্রতিবিম্ব।
Read all reviews on the Boitoi app
বহুদিন এত গভীর বোধের লেখা পড়িনি। লেখিকার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি লেখক হিসাবে খুব ভালো কিছু সবাইকে উপহার দিতে পারবেন।