Authors
Explore our collection of books across different authors
সানজিদা সিদ্দিকী কথা
3
Books
28
Followers
আমি এখনো সেই অর্থে লেখক হয়ে উঠতে পারিনি। আমি কেবল জানি লিখতে আমার ভালো লাগে, আঁকার তুলিতে প্রাণ খুঁজে পাই। আঁকতে, লিখতে আমাকে কষ্ট করতে হয় না; না লিখে, না এঁকে থাকার জন্য কষ্ট করতে হয়। বইয়ের মলাটে লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কিংবা পেশাগত জীবনের পরিচয় দিয়ে আমার লেখার দুর্বলতা কিছুটা ঢেকে দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু আমি সেটা করতে আগ্রহী নই। এটা তো চাকুরির সিভি কিংবা বিয়ের বায়ো নয়। তাই সেগুলো থাক সেখানকার জন্য। লেখক হিসেবে আমার পরিচয় এই দুই মলাটের মধ্যেই। এই দুই মলাটের মাঝখানের লেখাটুকুর আমি মা, আমিই বাবা। এটিই এখানে আমার পরিচয়। দু'আতে রাখবেন, যেন একদিন সত্যিকার লেখক হয়ে উঠতে পারি। সত্যিকার মানুষ হতে পারি।