বই নিয়ে কিছু বলি। বইয়ের শুরুর দিকে থাকছে, বোলিংয়ে ভয়ংকর কয়েকটি স্পেল। আমি মনে করি, একটা ব্যাটসম্যানের চেয়ে একটা বোলার ম্যাচের সৌন্দর্য্য কয়েকগুণ বৃদ্ধি করে দিতে পারে। একটা ভয়ংকর স্পেল ম্যাচের গতি নির্ধারণ করে দিতে পারে। ক্রিকেট ইতিহাসে এই ধরণের অনেকগুলো স্পেল আছে। সব তো একসাথে লেখা সম্ভব না। তবে এমন কিছু স্পেল নিয়ে লিখেছি, যা পড়ার পর ক্রিকেট যে অনিশ্চিয়তার খেলা, ক্রিকেটের রঙ যে রংধনুর মতো আকার ধারণ করতে পারে, তা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। বোলারদের পাশাপাশি লিখেছি কয়েকজন ব্যাটসম্যানকে নিয়ে, যাদেরকে চাইলেও ইতিহাস ভুলে যেতে পারবে না। ইতিহাসের প্রথম পাঁচ জন শতক হাঁকানো ব্যাটসম্যান। আমাদের কাছে যেমন প্রথম প্রেম ভোলার মত না, ঠিক তেমনি ক্রিকেটের প্রথম পঞ্চমানব- মানে প্রথম পাঁচ সেঞ্চুরীয়ানও ভোলার মত নয়। ক্রিকেটে অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলা সম্ভব, কিন্তু এই রেকর্ডগুলো অক্ষত থাকবে আজীবন। লিখেছি ক্রিকেটারদের রোমান্স নিয়ে। নাহ, ব্যাটে বলের নয়। মাঠের বাইরের রোমান্স নিয়ে। সমর্থকরা যেমন ব্যাটে বলের রোমান্স দেখতে চান, ঠিক তেমনি তাদের প্রিয় ক্রিকেটারদের মাঠের বাইরের রোমান্সেও অনেক আগ্রহ। এই ধরনের কয়েকটি জুটিকে নিয়ে লিখেছি। যারা মাঠের বাইরেও আলোচনাতেই ছিলেন। বইটিতে আরো রয়েছে ক্রিকেটের ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কিছু কথা। চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত সব আসর নিয়ে লিখতে। আরো রয়েছে আমাদের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামের আত্মকথা। আশা করছি, সবাই পড়বেন। এবং প্রতিক্রিয়া জানাবেন।
বহুল তথ্যের সমন্বয়ে রচিত এই বইটি। আমি মনে করি একজন পাঠক নতুন অবস্থায় ক্রিকেট সম্পর্কে জানতে এই বইটি যথেষ্ট। এখানে ক্রিকিটের জন্ম থেকে বহু তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে। সর্বশেষে ধন্যবাদ লেখককে এত সুন্দর বই উপহার দেওয়া জন্য।
Read all reviews on the Boitoi app