Publishers
Explore our collection of books across different publishers
ই–প্রকাশন
14
Books
8
Followers
আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। কাজ হচ্ছে, অনলাইনে বই প্রকাশ। তো এই প্রকাশনায় আমাদের উদ্দেশ্য হচ্ছে— ১. অনলাইনমুখী প্রজন্মের পাঠ-অভ্যাস গড়ে তোলা। ২. বই-বিমুখ জনগোষ্ঠীকে বই মুখী করা। ৩. পাঠকের জন্য বইয়ের জগৎ সহজতর করা। ৪. নবীন লেখকদের একটা প্ল্যাটফর্ম দিয়ে উৎসাহিত করা। ৫. অনলাইনে ‘লেখক-পাঠক’ এর মধ্যে একটা যোগসূত্র তৈরী করা। মূল কথা হচ্ছে, বই বাজারে আনার বদলে আমরা বই ‘অনলাইন’-এ আনার চেষ্টা করছি। পাঠকের জন্য বই বা পাঠ ব্যাপারটা সহজ, সুলভ ও অভ্যাস করাই আমাদের লক্ষ্য। এই কাজে কিছু নিয়মাবলীর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা— ১. স্বত্ব লেখক ও অনলাইন প্রকাশনা দুই পক্ষেরই থাকবে। পরে যদি কেউ এই বইগুলোকে বা লেখাগুলোকে বাজারজাত করতে চায় বা প্রকাশ করতে চায় অফলাইনে, তখন অবশ্যই লেখক ও অনলাইন প্রকাশনা উভয় পক্ষের অনুমতির দরকার পড়বে। ২. লেখকের সম্মানীর ব্যাপারটা আপাতত রাখতে পারছি না বলে, দুঃখিত! তবে কখনো যদি অনলাইন প্রকাশনা সম্মানী প্রদানের সক্ষমতা অর্জন করে, তখন লেখকের প্রাপ্য সম্মানী দিতে কার্পণ্য করা হবে না। এটুকু বিশ্বাস লেখক আমাদের উপর রাখতে পারেন। শেষ কথা : আমাদের এই পথচলায় যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আমরা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আর অন্যদের কাছ থেকে কামনা করছি সহযোগিতা ও শুভকামনা। পৃথিবী হোক বইয়ের, জ্ঞানের, পাঠাভ্যাসের, জানার, বোঝার ও ভালোবাসার।