২০১৮ সালের মধ্য জুন থেকে মধ্য জুলাই পর্যন্ত মাসব্যাপী ফুটবল-উৎসবে নানা গল্পে, তর্কে-বিতর্কে আর আড্ডায় অনেকটা সময় কেটেছে আমাদের। আমাদের কেউ কেউ আবার সময়ের ভাবনাটাকে বন্দী করেছেন শব্দগুচ্ছের মাঝে, অনেকের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের চিন্তা-ভাবনা, পর্যবেক্ষণ আর অনুভূতি। আমাদের এই বইটাও তেমনই ক’টি ভাবনার সমন্বয়ে সাজানো। এখানের কোনো লেখায় লেখক স্মৃতির ঝাঁপি খুলেছেন, কোথাও চিন্তার সুতো জুড়েছেন, আবার কোথাও দিয়েছেন ভাবনার দোরে একটুখানি চিমটি। এই বই আপনাকে হয়তো খুব বেশী নতুনত্ব দেবে না, চিন্তার কোনো উৎস ধরিয়ে দেবে তাও বলবো না। তবে এই বই পড়তে গিয়ে আপনি খানিক নস্টালজিক হতেই পারেন। রাশিয়া বিশ্বকাপ আরেকবার আপনার মানসপটে এসে আঁচড় কেটে যেতেই পারে...। সেই আঁচড়টুকু কাটাই আমাদের প্রত্যাশা। বইয়ের আনন্দে কাটুক সময়, সেই শুভকামনায়...