Authors
Explore our collection of books across different authors
নাহিদ নেওয়াজ হৃদয়
2
Books
5
Followers
নাহিদ নেওয়াজ হৃদয় জন্ম পাবনা জেলার চাটমোহর থানায়। শৈশব, কৈশোর আর বেড়ে ওঠা পাবনা শহরে। বর্তমানে থাকেন রাজশাহীতে। বিডিএস পাশ করেছেন (ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি) রাজশাহী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট থেকে। ছোটবেলা থেকে ক্রিকেট, ফুটবলসহ যেকোন খেলাতেই তাঁর প্রচন্ড আগ্রহ। শত ব্যস্ততার মাঝেও নিয়ম করে রোজ খেলা দেখেন, খেলার খোঁজখবর রাখেন। অবসর পেলেই মেতে ওঠেন খেলাবিষয়ক আড্ডা-আলোচনায়। পাশাপাশি খেলাধূলা নিয়ে অল্পস্বল্প লেখালেখিও করেন তিনি, মূলত ফেসবুকে। ফেসবুকে লেখক : https://www.facebook.com/Naheed.Newaz