বিশ্বকাপ ফুটবল মানেই বিশাল হৈ চৈ ব্যাপার। গ্রেটেস্ট শো অন আর্থ বলে কথা! উন্মাদনা, উত্তেজনা, উত্তাপ, উদ্দীপণা সব যে সীমা ছাড়িয়ে, বাড়িয়ে তুলবে আমাদের শিহরণ আর কাঁপুনি সে না বললেও চলে। প্রিয় দলকে নিয়ে স্বপ্নের ফানুসটা প্রত্যাশার সুবিশাল আকাশ জুড়ে যেমন থাকবে, ঠিক তেমনি অন্যদের প্রিয় দলকে পঁচানোও বুঝি কম হবে না। আড্ডা, আলোচনা, খাবার টেবিল হয়ে চায়ের কাপ থেকে গণভবন পর্যন্ত, বিশ্বকাপের মহা কাঁপুনিতে কাঁপছে ও কাঁপবে সবাই। এমন মহা উত্তেজনাকর বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যবচ্ছেদ করতে বসা কিছুটা কঠিন ও কষ্টকর বৈকি! থ্যাংকলেস জবও বলা চলে। বিকারহীন বিচারকের মতো দলগুলো নিয়ে কাঁটাছেড়া করা কি আর চাট্টিখানি কথা! দু’চারটে বুলি আওড়ানো হয়তো সহজ, প্রিয় দল ও ফুটবলার নিয়ে উত্তেজনার তুঙ্গে বসে গলার পারদও খুব উঁচুতে হয়তো তোলা যায়, কিন্তু প্রত্যেকটা দলের মন্দ-ভালো, সাদা-কালো, দারুণ মুন্সিয়ানায় তুলে আনা আর যুৎসই শব্দগুচ্ছের সাহায্যে সেসবের সাবলীল বর্ণনা দেয়া, অসম্ভব না হলেও অবশ্যই অবিশ্বাস্য পরিশ্রম ও সাধনার কাজ। আমাদের এই প্রতিভাবান লেখক সেই অবিশ্বাস্য কাজটাই সুনিপুণ দক্ষতায় চমৎকার উপাদেয় রুপে আমাদের সম্মুখে পরিবেশন করেছেন।