ক্রিকেট দর্শক মাত্রই জানেন- আশির দশকে উইন্ডিজ ক্রিকেটের আধিপত্যের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট মাঠে আধিপত্য দেখিয়ে গেছেন চার প্রান্তের চারজন ক্ষণজন্মা ক্রিকেটার। বাংলা ক্রিকেট সাহিত্যে দূরে থাক, বাংলা ভাষাতেই এই চারজন ক্রিকেট মহাপুরুষ নিয়ে এমন বিশ্লেষণমূলক কাজ হয়েছে কি না সন্দেহ! আজকের পর থেকে সেই সন্দেহ দূর হয়ে যাবে নিশ্চিত। শ্রদ্ধেয় অগ্রজ নাহিদ নেওয়াজ হৃদয় ভাইয়ের সাবলীল লেখনীতে ‘এইটিজ ফ্যাবুলাস ফোর’, আমাদের সামনে উপস্থিত হয়েছেন- আমাদের ভাষায়, বাংলায়। এমন তথ্যনির্ভর আর পাঠরোচক এই বইটি নিঃসন্দেহে বাংলা ক্রিকেট সাহিত্যের এক অনন্য সংযোজনা হয়ে থাকবে।