আমার বৌ দারুণ বুদ্ধিমতী। খুব স্মার্ট। কিন্তু সমস্যা হচ্ছে, ক্রিকেট নিয়ে উন্মাদনাটা তাঁর মাত্রাতিরিক্ত পর্যায়ের। এই ক্রিকেটের জন্য কত ঝামেলায় যে সে পড়েছে তা বলার মতো নয়। নিজে তো ঝামেলায় পড়বেই, সাথে আহ্লাদ করে আমাকেও ফেলবে। বিয়ে, দাওয়াত, পারিবারিক-সামাজিক সব ধরণের অনুষ্ঠান পানসে হয়ে যায়, ওর ক্রিকেট-পাগলামোর জন্য। আমার ক্রিকেটবোদ্ধা বধুকে নিয়েই এই রম্য-বইয়ের অবতারণা!