মাত্র সাতটি গল্পের সমন্বয়ে ছোট্ট একটি সংকলন। লেখকের এই লেখাগুলো আগে অন্যত্র প্রকাশিত হয়েছিল। অনলাইনেও হয়তো হয়েছে, তবে ছাপার অক্ষরে প্রকাশকেই আমরা ‘প্রকাশিত’ হিসেবে ধরে নিচ্ছি। সাতটি লেখা সাত স্থানে ছিল। আমরা চেষ্টা করেছি সবগুলোকে একীভূত করার। লেখকের আরো অন্যান্য লেখা দিয়ে বইয়ের কলেবর হয়তো বৃদ্ধি করা যেতো, তবে নবীন লেখক ও পাঠক বিরক্তির কারণ ভেবে অপ্রকাশিত (অফলাইনে অবশ্যই) লেখাগুলো এখানে স্থান দিইনি। হ্যাঁ, লেখক যদি আপনাদের মনের কোনো কুঠুরীতে সামান্যতম জায়গাও দখল করে নিতে পারেন, তাহলে হয়তো আমরা আরো বড় পরিসরে এই লেখককে আপনাদের সামনে উপস্থিত করতে পারবো, ইনশাআল্লাহ।