ক্রিকেট বিশ্বকাপের সময়টায় ‘বিশ্বকাপ রোজনামচা’ শিরোনামেই লেখা হয়েছিল এখানের সমস্ত লেখা। ক্রিকেটের গ্রুপে লেখক লিখেছেন তা ধারাবাহিকভাবে। ধারবাহিকতা যদিও নিত্যদিন মেনে হয়নি, তা ছিল লেখকের খেয়াল অনুসারে। কখনো স্মৃতিচারণা, কখনো মতামত, কখনো উচ্ছ্বাস, কখনো অভিব্যক্তি। বিষয়বস্তুও সেরকম নির্দিষ্ট কিছু ছিল না। আমরা চেষ্টা করেছি বিশ্বকাপজুড়ে এই ‘বিশ্বকাপ রোজনামচা’ নামে লেখাগুলো একটা জায়গায় একত্র করতে। এবং অনুরাগী ও মনোযোগী পাঠকের কাছে তুলে দিতে। কাজটা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রথমে ও শেষে আরো দুটো লেখা যুক্ত করেছি আমরা। একটা হচ্ছে বিশ্বকাপ শুরুর প্রাক-কালে লেখক বাংলাদেশ ক্রিকেটকে যেমনটা দেখেছিলেন- তার প্রতিচ্ছায়। আর অন্যটা ফাইনাল ম্যাচ শেষে বিমুগ্ধ প্রতিক্রিয়া। ক্রিকেট পাঠক মাত্রই আমাদের এই আয়োজনে আনন্দিত হবেন- এই আশাবাদ রাখছি।