জীবনের এক-একটি স্তরে একেক রকম অভিজ্ঞতায় সমৃদ্ধ হই আমরা। স্কুল-কলেজ বা মক্তব-মাদ্রাসার সময়গুলো কীভাবে যেন চলে যায়। নানা রঙে রাঙানো শৈশব-কৈশোর পার করতে করতে হঠাৎ আমরা একসময় নিজেদের আবিষ্কার করি, বিশ্ববিদ্যালয়ের বিশ্ব-চৌকাঠে। এই সময় ব্যক্তিত্ব গড়ে উঠে, মনুষ্য-বোধের পূর্ণতাও জুটে। ভারিক্কি চাল আসে, ভারিক্কি ভাব আনার একটা চেষ্টাও থাকে। মোট কথা, ছাত্র জীবনের বিশ্ববিদ্যালয়-অংশটাকে খুব গুরুত্বপূর্ণ বলা চলে। তো এই সময়টা যাওয়ার সময় বেশ হেলেদুলে চলে যায় সত্যি, তবে স্মৃতিপট সাজিয়ে যায় বহুরঙা রঙে। আমরা সেই রঙ থেকে আনন্দ-রঙ নিয়ে কখনো হাসি, কখনো আবার বেদনা-রঙ নিয়ে হই স্মৃতিকাতর! আমাদের এই বইয়ের কবিতাগুলোও তেমনি। লেখক এখানে ফেলে আসা সময়টাকে ধরতে চেয়েছেন, ছেড়ে আসা সময়ের কবিতা বলার চেষ্টা করেছেন। কতটা পেরেছেন তা পাঠকই জানাবেন। আমরা পাঠকের প্রতিক্রিয়া প্রাপ্তির আশা রাখি...।