এখানে বাছাইকৃত প্রত্যেকটি বাক্যই সমাজের কথা বলবে। আমাদের মনের গহিণে যে অশান্তি, হতাশা আর অতৃপ্তির কালিমা আছে তা মুছে দিতে সহায়ক হবে, হয়তো এমন কিছু প্রশ্নের উত্তরও পেয়ে যেতে পারেন যা এতদিন আপনার মনে কিলবিল করছিল। আবার এমন কিছু প্রশ্নেরও উদ্রেক করবে যার উত্তর পুনরায় না পড়লে পাবেন না। সমাজ জীবনে ঘটে যাওয়া কতক অসঙ্গতি আর হৃদয়ে জমানো কাঙ্খিত সমাধানের সমন্বয়ে যে লেখাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে সবার কাছে তা গ্রহণযোগ্য না-ও হতে পারে।