Authors
Explore our collection of books across different authors
জাহিদ হাসান হৃদয়
1
Books
26
Followers
আমি পেশায় একজন উদ্যোক্তা, মার্কেটার, কনটেন্ট রাইটার এবং অনুবাদক। সোশাল মিডিয়ায় প্রথম লেখালেখির সূচনা; এরপর বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনের জন্য লিখেছি। মার্কেটিং পেশা ও লেখালেখির পাশাপাশি ইতিহাস, দর্শন ও সাহিত্য আমার আগ্রহের জায়গা। লেখনী ও কর্মের মাধ্যমে পৃথিবীর কিছু মানুষের অন্তরকে একটিবারের জন্য হলেও ছুঁয়ে দিতে চাই।