তিনি তখন দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব পেয়েছেন। টেস্ট ও টি-টুয়েন্টিতে। আমাদের গল্পের শুরুটা সেসময়। বাংলাদেশে তিনি একই সঙ্গে নন্দিত ও নিন্দিত। আমাদের এই প্রচেষ্টার অংশটা শুধু ‘নন্দিত’ নিয়ে, তাই আমাদের এখানে তিনি নিন্দিত নন মোটেও। এখানে তাঁর একডজন অতিমানবীয় কীর্তির গল্প সাজানো হয়েছে। টেস্ট থেকে পাঁচটি, ওডিয়াই থেকে চারটি ও টি টুয়েন্টি থেকে তিনটি। ক্রিকেট গ্রুপে প্রকাশকালে কোনো নিয়ম মানা হয়নি, তবে এখানে তাঁর কীর্তির ধাপ বা পর্যায় অনুসরণের চেষ্টা করা হয়েছে। টাইমফ্রেমটা একটা নির্দিষ্ট সময়ে আবদ্ধ। নাসের হুসেইন যেদিন “হি ইজ দ্য সুপারস্টার অব বাংলাদেশ ক্রিকেট। এন্ড হি প্লেইড লাইক এ সুপারস্টার, টুডে।” বলেছিলেন, আমাদের গল্পের শেষটাও সেখানে। মাঝের বারোটি গল্প নিতান্তই ব্যক্তিপছন্দ। সবার ভালো লাগবে কথা নেই। বেশ ভালো ক্রিকেট-জ্ঞান আছে—সে দাবী তোলার প্রশ্নই উঠে না। লেখালেখিও এমন হাতি-ঘোড়া কিছু না। তাহলে এই আয়োজনের হেতু কী? অনুরাগী কেউ যদি একসাথে পেতে চান বা পড়তে চান তাহলে সহজে যেন পান। তাদের সুবিধা যেন হয়।