বিগত একশত বছরে পৃথিবীতে যে পরিমাণ বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, অতীতে কখনো তা ঘটেনি। সব আবিষ্কারের বিবরণ লিপিবদ্ধ করা মানুষের সহজকর্ম নয়। কিছু আবিষ্কারের চরিত্র এমন যা পৃথিবীর চেহারাটাই বদলে দিয়েছে ভাবনার জগতে ঐসব আবিষ্কার প্রবল নাড়া দিয়েছে। এখন বিজ্ঞানের শাখা বহুধা। আবার নানা বিজ্ঞানের ভাবনা মিলে নুতন বিষয়ও যে বিজ্ঞানে তৈরী হচ্ছে না এমন নয়। নানা প্রযুক্তি ও প্রয়োগ বিজ্ঞানভাবনার প্রকাশ ঘটছে। বিশ শতকের শুরুতে জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এমন কাজ করেছিলেন। যার সরণি বেয়ে আইনষ্টাইন ও বোর অত্যুচ্চমানের গবেষণা করেছেন। যার নাম আমরা এখন জানি কোয়ান্টাম ভাবনা। কোয়ান্টাম ভাবনা।অপরিহার্য মেনে নিয়েই লেসার আলো এসেছে। লেসার প্রযুক্তি এসেছে। এসেছে অপরিবাহিতার ভাবনা। লেসার আর অপরিবাহিতা পৃথিবীর একগুচ্ছ প্রযুক্তি নির্মাণ করেছে। এই প্রযুক্তি এমন অপরিহার্য যে জীবনযাত্রার স্পন্দনে স্পষ্ট ছাপ ফেলেছে। এখন ঘরে ঘরে কম্পিউটার।