Authors
Explore our collection of books across different authors
সৌমেন সাহা
4
Books
40
Followers
লেখক পরিচিতিঃ গণিত ও বিজ্ঞানের জনপ্রিয় লেখক সৌমেন সাহার জন্ম ২২শে সেপ্টেম্বর ১৯৮০। তিনি খুলনার স্বনামধন্য সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক, সরকারী সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকারী পি.সি. কলেজ হতে পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপ্র তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানকার লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটিং হতে কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমাসহ বি.এস.সি ডিগ্রি অর্জন করেন। লেখক স্কুল জীবন থেকেই বিজ্ঞান লেখালেখির সংগে যুক্ত। এ পর্যন্ত দেশের বিভিন্ন দৈনিক, মাসিক ও সাপ্তাহিক বিজ্ঞান পত্র-পত্রিকায় তাঁর প্রকাশিত প্রবন্ধের সংখ্যা প্রায় দ্বিশতাধিক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০ এর অধিক। তাঁর বেশ কয়েকটি গ্রন্থ ভারতের কলকাতা থেকেও প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। তিনি খুলনার ঐতিহ্যবাহী প্রাশ্নিক বিজ্ঞানাগারের কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সময়ে বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনের জাতীয় এবং স্থানীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। লেখক অবসরে ভ্রমণ করতে এবং বিভিন্ন ধরনের রান্না-বান্না নিয়ে গবেষণা করতে ভালোবাসেন। তাঁর একমাত্র শখ-বিজ্ঞান, গণিত ও ইতিহাস বিষয়ে বইপত্র পড়া ও গবেষণা করা এবং লেখা।