অনলাইনে ব্যবসা ভালোই চলছে তাহমিনার । সিদ্ধান্ত নিল এবার সবার সামনে নিজের পরিচয় তুলে ধরবে । কাস্টমারের দূর সম্পর্কের এক বোন ও ছিল । তারা সবাই যখন দেখবে এটা আসলে তাহমিনার পেইজ, এত দিন পরিচয় না জেনেই ওর পেইজ থেকে অর্ডার করেছে । তাহলে এবার ব্যপারটা জানার পর কত মজার হবে । এই প্রথমবার নিজের পেইজ থেকে লাইভে গেলে সে । খুবই অল্প সময়ের জন্য । তাহমিনা ক্যামেরা বিমুখ মেয়ে, তাই ওর দ্বারা বেশিক্ষণ লাইভে থাকা সম্ভব হলো না । নানান ভালো খারাপ মতামত শোনার মধ্যে দিয়ে লাইভ শেষ হলো । কিন্তু ঠিক পরদিনই দেখে ওর থেকে অর্ডার করে কাবাব নেওয়া সেই কাজিনটা নিজেই একটা পেইজ খুলেছে । নাম 'আদি কাবাব ঘর' । মেজাজটাই খারাপ হয়ে গেল । দুনিয়াতে তো আইটেমের অভাব নেই, ওর কাবাব এর পেইজ ই কেন খুলতে হবে ।
শেষের টুইস্টে আমি হতভম্ব। অসম্ভব অসম্ভব ভালো লেগেছে।🧡
Read all reviews on the Boitoi app