জীবনে দুঃখ কষ্ট যেমন থাকে , তেমন কষ্টের পরেই থাকে সুখ । জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে এগুতে হয় মানুষকে । জীবনের এই দীর্ঘ চলার পথে একজনের প্রতি অন্যজনের ভালোবাসা ও সহানুভুতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । মানুষের প্রতি চারপাশের প্রকৃতির ভালবাসাটাও কম নয় , তাই মানুষকে তার চারপাশের প্রকৃতিকেও ভালবাসতে হয় ।