পর্দা সরিয়ে মামার রুমে ঢুকে দেখি মামা বিছানায় উপর হয়ে শুয়ে বেঘোরে ঘুমোচ্ছেন । মামার খাটিয়ার সাথে বাঁধা খাঁচায় বন্ধী বেঁজিটি একবার টুলটুল করে তাকিয়েই লেজ নাড়তে শুরু করল । আর শূন্য খাঁচাটি যেন নিজেই আমার দিকে তাকিয়ে হাসছে । খাঁচার ভেতরের বেঁজিটিকে এখন আর শুধু বেঁজি মনে হচ্ছে না । বেঁজিটিকে মনে হচ্ছে জ্যান্ত একটা বেঁজি ভূত । শূন্য খাঁচাটিকে দেখেও খুব ভয় করছে আমার । মনে হচ্ছে , খাঁচাটি আমাকে এখনই গিলে খাবে । অথবা বেঁজি বানিয়ে আমাকে খাঁচায় ভরে রাখবে ।