অনেক ত্যাগে অর্জিত আমাদের স্বাধীন – সার্বোভৌম বাংলাদেশ । আর এ বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে; যাঁর ডাকে মরণ – পণ যুদ্ধ করে ত্রিশ লাখ তাজা প্রাণ তাঁদের বুকের টকটকে লাল রক্ত ঢেলে দিয়েছিলেন এদেশের সবুজ জমিনে । দুই লাখেরও বেশি নারী তাঁদের সর্বস্ব ত্যাঁগ , সম্ম্রম বিনাশের অত্যাচার সহ্য করে সবাধীনতা পরবর্তী জাতিগোষ্ঠীর জন্য জাতিসত্তার নাম – পরিচয় ও আত্মমর্যাদা নিশ্চিত করেছেন । বিশ্ব মানচিত্রে ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্নের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘ইতিহাসে বঙ্গবন্ধু ‘ গ্রন্থ । গ্রন্থকার কবীর চৌধুরী তন্নয় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত কলাম লিখেছেন । মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা করছেন । তিঁনি মনে করেন , একটি সঠিক তথ্যনির্ভর জাতি গঠনে – ইতিহাস পাঠ , ইতিহাসের পর্যালোচনা , গবেষণা অতি জরুরি । এ গ্রন্থের সংকলিত রচনাগুলোর অধিকাংশই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে । গ্রন্থকার কবীর চৌধুরী তন্নয় মনে করেন, ‘ইতিহাসে বঙ্গবন্ধু ‘ গ্রন্থের প্রতিটি রচনা আগামী প্রজন্নের জন্য রেফারেন্স হতে পারে । যা খুব সহজেই সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে ।