স্যাম হ্যারিস এবং মাজিদ নেওয়াজ। একজন নাস্তিক, ধর্মতত্ত্বের সমালোচক। অন্যজন ইসলামি স্কলার। এই দুইজনের মতামত, অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে সংলাপের মত এগিয়েছে বইয়ের সবকিছু। হ্যারিস অভিযোগ করেন, ইসলামের মতবাদগুলো বিশ্বমানবতার জন্য হুমকিস্বরূপ। জবাবে মাজিদ নেওয়াজ যথেষ্ট যুক্তিসহকারে এই অভিযোগের খন্ডন করেছেন। তিনি আরো জানান, অন্য সব ধর্মের মত ইসলামেও সংস্কারের দুয়ার উন্মুক্ত। এবং সেকুলার বিশ্বেও তা গ্রহণযোগ্য হবে। বইটি মূলত ধর্মান্ধতা ও ধর্মকে ব্যঙ্গ করা এই দুটো বিষয়কেই হ্রাস করার জন্য প্রকাশিত। এছাড়াও ইসলাম ধর্ম ও ইসলামী দর্শনের মতবাদ এই দুই বিষয়ের পার্থক্য ব্যাখ্যা করা সহ সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করা হয়েছে।