Authors
Explore our collection of books across different authors
মাজিদ নাওয়াজ
2
Books
0
Followers
মাজিদ উসমান নাওয়াজ (নভেম্বর ২, ১৯৭৮) ব্রিটিশ সামাজিক -রাজনৈতিক কর্মী, লেখক, সাংবাদিক ও রেডিও সম্প্রচারক। মাজিদ উসমান, এড হুসাইনের সাথে কুইলিয়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও এর প্রতিষ্ঠাতা সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। এটি পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান যা ইসলামি উগ্রবাদী প্রচারণার বিরুদ্ধে প্রতি-প্রচারণা নিয়ে কাজ করছে। ইসলামবাদী সংগঠন হিজব উৎ তাহরিরের প্রাক্তন সদস্য হিসাবে মিসরে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি মিসরে কারাগারে বন্দি ছিলেন। পরে তিনি সংগঠনটি পরিত্যাগ করে সেক্যুলার ইসলামের ধারণাটির প্রচারের জন্য কাজ করছেন। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রদায়ক মাজিদ নাওয়াজ ইসলামি উগ্রবাদী সংগঠনে থাকাকালীন সময়ের বিবরণ নিয়ে একটি আত্মজীবনী লিখেছিলেন, ‘র্যাডিকাল’, যা প্রকাশিত হয়েছিল ২০১২ সালে।