ধানমন্ডি লেকের পাড়ে পায়চারি করছে অরুণিমা চৌধুরী। দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে বলে বারবার ঘেমে যাচ্ছে। একটু পর পর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ছোটবেলায় অরু এক রাজকুমারকে স্বপ্নে দেখতো। সেই রাজকুমার সাদা ধবধবে ঘোড়ায় চড়ে তার জন্য ললিপপ নিয়ে আসতো। স্বপ্নে দেখা সেই রাজকুমারের সঙ্গে তো আর দেখা করতে আসেনি। দেখা করতে এসেছে তার অতিচেনা, অতিপ্রিয় একজন মানুষের সঙ্গে। যার সঙ্গে প্রায় প্রতিদিন দেখা হয়, আড্ডা হয়, মান হয়, অভিমান হয়। এত দুশ্চিন্তার কী আছে? অরু নিজেকে যথাসাধ্য সামলে নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ লক্ষ্য করল, বৃত্ত তার দিকে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। বৃত্ত দূর থেকে অরুর দিকে তাকিয়ে হেসে ফেললো। ছেলেটার হাসি যে এত সুন্দর, এর আগে খেয়াল করেনি কেন অরু? হাঁটতে হাঁটতে বৃত্ত এসে দাড়ালো অরুর পাশে। দুজনের কারও মুখেও কোনো কথা নেই। এমনটা এই প্রথমবার হচ্ছে। সাধারনত অরুকে দেখলেই মনে জমে থাকা সব কথাগুলো বলতে থাকে বৃত্ত। অরুর মনে হলো, কিছু একটা বলা দরকার। তাই গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল,“দেরি করলি কেন?” বৃত্ত শুকনো গলায় বলল, “সরি।” অরু হেসে বলল, “স্যরি? বৃত্ত আমাদের বন্ধুত্বের কত বছর হলো বল তো!” “প্রায় বিশ বছর?” “এই প্রায় বিশ বছরে তোর মুখ থেকে স্যরি জাতীয় ফর্মাল কথা প্রথম শুনলাম।” বৃত্ত রহস্যমিশ্রিত গলায় বলল, “বলার ইচ্ছা ছিল না। কিন্তু ভাবলাম, তোকে একটু দাম দেওয়া দরকার।”
"এত সুন্দর গল্প টা,পুরো টা পড়ার সময় একটা ঘোরের মধ্যে ছিলাম।এমন একটা বৃও আমার লাগবে 🥺🥺🥺"
মনের তৃপ্তি মিটিয়ে পড়তে পেরেছি💖
Read all reviews on the Boitoi app
অপূর্ব
এই গল্পটা আমার একটু অদ্ভুত তবে অনেকখানি তৃপ্তিদায়ক লাগলো। গল্পে আমরা চরিত্ররা কি করে জানি মাঝেসাঝে জানি তারা কি ভাবছে। এই গল্পে ঠিক অরুকে নয় অরুর মনে থাকা কথাগুলো, চিন্তাগুলো এগুলোকেই মনে হচ্ছিল আসল অরু। আর বৃত্ত, কেন্দ্রকে প্রদক্ষিন করেই ঘুরেছে বলতে হয়। একটুখানি বেশি গল্পে আমার একটুখানি অভিযোগ এই যে বৃত্তের জ্যোতিষ হয়ে যাওয়ার ঠিকঠাক ব্যাখ্যা পেলাম না। সেজন্য গল্পটাকে বেশি ভালো না বরং একটুখানির চেয়ে একটু বেশি ভালো লাগলো।
আপনার লেখা আমার ভালো লাগে।এখনও পড়ি নাই তবে পড়বো।অরা আর আরশাদ তো জাস্ট অসাধারণ। শুভকামনা
অনেক ভাল লাগল
গল্পটা নিঃস্বন্দেহে মিষ্টি। তবে ১৫ পর্বের পর থেকে খুবি ধীরগতিতে এগিয়েছে আর কাহিনী একজায়গা তেই থমকে ছিলো। আমি অতন্দ্রিলা আইচের ভক্ত তবে এই গল্পটা ঠিক তার মতন হয়নি!
এত সুন্দর গল্প টা,পুরো টা পড়ার সময় একটা ঘোরের মধ্যে ছিলাম।এমন একটা বৃও আমার লাগবে 🥺🥺🥺
সত্যি বলতে এতো দীর্ঘ ই বুক আমি কখনো পড়িনি। ছোট্ট বনুর এই ইবুক সত্যি সুন্দর হয়েছে।মন ভালো করার মতো গল্প। গল্পটি পড়ে কেউ বলতে পারবে না যে তার টাকা খরচ করা বৃথা গেছে। এমন আরও গল্পর জন্য অপেক্ষায় রইলাম 🤍🤍
অসাধারণ