সুযোগসন্ধানী মেয়ে নুসরাত বরাবরই ওপরে ওঠার সিঁড়িটা খুঁজে নিয়েছে নিজের রূপ যৌবনকে পুঁজি করে। কিন্তু তার সেই আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিতে থাকে তার নতুন বস আরিফুল ইসলাম। কিছুতেই তাকে কব্জা করতে না পেরে মরিয়া হয়ে একসময় সে শরণাপন্ন হয় এক শয়তানের উপাসকের। প্রাথমিকভাবে খানিকটা সাফল্য পেলেও এক পর্যায়ে মনে হতে থাকে নুসরাত ব্যর্থ হতে চলেছে তার কাঙ্খিত দুরভিসন্ধি সফল করতে। চূড়ান্ত সাফল্যের বিনিময়ে এই অন্ধকারের পথ প্রদর্শক এক সময় নুসরাতের কাছে দাবি করে বসে চড়া মূল্য। কী ছিল সেই চড়া মূল্য? এসবের নেপথ্যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে নেই তো? কী ছিল সেই ষড়যন্ত্র? নুসরাতের কি মুক্তি মিলেছিল এই দুর্যোগ থেকে? শেষ পর্যন্ত কী হয়েছিল তার? সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে “এখনও রাত বাকি” নামক রহস্য উপন্যাসিকা।
বইটি অনলাইনেই পড়া ছিল। কিন্তু মনে ছিল না। এখানে আবার পড়লাম। খুব ভালো লাগল
Read all reviews on the Boitoi app
Darun! Ak taan e porlam. Suspense and a strange sadness in the story. Loved it.