ধর্ম আমাদের অনেকের ওপর ছোটবেলায় চাপিয়ে দেয় পরিবার বা সমাজ। বড় হতে হতে কলেজ-ভার্সিটিতে আমরা নতুন নতুন দর্শন আর চিন্তার মুখোমুখি হই। আমরা প্রশ্ন করি ধর্মকে। ধর্মের রীতিনীতিকে। খোদ স্রষ্টার অস্তিত্ব নিয়ে আমরা সংশয়ে থাকি। এই বইতে ড. লরেন্স ব্রাউন এরকম ৩ সংশয়ের জবাব দিয়েছেন: কে আমাদের স্রষ্টা? কেন এসেছি পৃথিবীতে? প্রত্যাদেশের দরকার কেন? আপনি ধর্মী হন কি না-ধর্মী—ড. লরেন্সের উত্তরগুলো আপনাকে নতুন করে ভাবাবে স্রষ্টা নিয়ে ধর্ম নিয়ে।