সীমা এনায়েতকে পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক তখনই ঘটলো এমন এক ঘটনা যার জন্যে একেবারেই প্রস্তুত ছিল না সে। এনায়েত তার হাত ধরে আটকালো তাকে। এই প্রথম নিজ থেকে এনায়েত স্পর্শ করলো তাকে। এই স্পর্শ সীমাকে চিরতরে এলোমেলো করে দেওয়ার জন্যে যেন যথেষ্ট। একটু একটু করে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে সে। মুহূর্তেই গলে পড়ছে তার সমস্ত রাগ। তবুও বহুকষ্টে রাগের ভাবটা ধরে রেখে বলল, “লিমিট ক্রস করবেন না!” সীমা হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। কিছুতেই পেরে উঠছে না এনায়েতের পুরুষালি স্পর্শের সঙ্গে। এনায়েত মজার ছলে বলল, “লিমিট তো তুমি নিজেই। এই লিমিট ক্রস করতেও ইচ্ছা করে আবার লিমিটের মাঝেই সারাজীবন থাকতে ইচ্ছা করে। কী করি বলো তো?” কথাটার মানে প্রথমে বুঝতে পারলো না সীমা।পরে বুঝলো, তার নামের ইংরেজি লিমিট। সীমা রাগে গজগজ করে বলল, “ফাজলামি করছেন?” এনায়েত জোর গলায় বলল, “হ্যাঁ। এখন নিশ্চয়ই বলবে না সেই অধিকার আমার নেই।”
ভাই এতো সুন্দর একটা গল্প 🥹💗
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে গল্পটা। অরা-সীমার বন্ধুত্ব বরাবরই আমার পছন্দের। আরশাদকে রাখলে আরো খুশী হতাম। শুভকামনা, ছোটবোনু।ভালোবাসা নিও।💝💝💝
ভালো লাগলো না
khub e bhalo lagle boi ta pore. Couldn’t expect a better ending. It was done beautiful. Hey Write, you are a great one.
ভাল লাগল
দারুণ ছিলো গল্প টা,অসম্ভব সুন্দর লেখনী 😍😍😍
❤️
পড়িনি এখনো 💁♂️আগে পড়ি তারপর আসবো।আমি লেখিকার লেখার ভক্ত।