Authors
Explore our collection of books across different authors
শম্পা সাহা
1
Books
1
Followers
লেখিকা শম্পা সাহা, যিনি ছবি আঁকা দিয়ে শুরু করেছিলেন জীবনের প্রারম্ভে। এরপর এ পথ ধরে অনেক পথ হেঁটেছেন তিনি। এই হাঁটাই তাঁকে জীবনকে চেনায় ও জানায়। তিনি যখন হাঁটেন তখন পারিপার্শ্বিক পরিস্থিতি হৃদয় দিয়ে অনুভব করেন। যেখানেই গেছেন তিনি, সেখান থেকেই কিছু না কিছু নিয়ে ফিরেছেন। আর আজ, এই সবই তার লেখার পুঁজি। এই পুঁজিকে নির্ভর করেই তিনি লেখেন। একাধারে গৃহিনী, লেখক ও এর পাশাপাশি তিনি ছোট বড় কাগজে লিখেছেন অনায়াসলব্ধতায়। বর্তমানে পেশাগতভাবে Enviro Consultants Ltd. এর চেয়ারম্যান। তার স্বামী পরিবেশ বিশেষজ্ঞ ডঃ জগদীশ চন্দ্র সাহা Enviro Consultants Ltd. এর প্রতিষ্ঠাতা। সর্বক্ষণ তার হৃদয় জুড়ে আছে সৌরদীপ ও সাগর নামে তার দুই সন্তান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন ও লালনের মত মহাপুরুষের আবাসভূমি ঐতিহাসিক কুষ্টিয়া জেলা শহরে ১৯৭৫ সালের ২০শে জানুয়ারি তার জন্ম। পিতাঃ নির্মল কুমার সাহা ও মাতাঃ ডলি সাহার প্রথম সন্তান তিনি। পিতা ইঞ্জিনিয়ার নির্মল কুমার সাহা প্রকৌশল উপদেষ্টা লিমিটডের নির্বাহী পরিচালক।