Authors
Explore our collection of books across different authors
স্যাম হারিস
3
Books
3
Followers
স্যাম হারিস একজন দার্শনিক, লেখক এবং স্নায়ুবিজ্ঞানী ও পডকাষ্ট হোষ্ট। তার প্রকাশিত বইগুলো হচ্ছে The End of Faith, Letter to a Christian Nation, The Moral Landscape, Free Will, Lying, Waking Up, and Islam এবং the Future of Tolerance (মাজিদ নাওয়াজের সাথে). তার লেখার বিষয়বস্তু যুক্তি, নৈতিকতা, ফ্রি উইল, স্নায়ুবিজ্ঞান, মেডিটেশন, মনের দর্শন, রাজনীতি, ধর্ম, সন্ত্রাসবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০১৩ সাল থেকে হ্যারিস মেকিং সেন্স নামে একটি পডকাষ্ট পরিচালনা করছেন। ২০১৮ সালে তিনি একটি মেডিটেশন অ্যাপ প্রকাশ করেন, Waking Up with Sam Harris.