Authors
Explore our collection of books across different authors
রেদওয়ান সামী
1
Books
3
Followers
তারুণ্যের প্রতিক রেদওয়ান সামী। লেখালেখি যার স্বপ্ন। আশা করি স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠে যাবেন তরতর করে। লেখা-পড়ার ফাঁকে লিখে চলছেন নিয়মিত। জানা বোঝা যার নিত্যদিনের কর্ম। নতুন রঙে নতুন স্বপ্নকে এগিয়ে নিতে তার সর্বোচ্চ প্রচেষ্টা। রেদওয়ান সামী এখন মাস্টার্সে অধ্যয়নরত। পড়া-লেখার ফাঁকে-ফাঁকে সাহিত্যের মাঝে বিলিয়ে দেন নিজেকে। সম্পাদনা করছেন সাহিত্যের ছোট কাগজ মধুমতি। লিখে চলেছেন ছড়া, কবিতা, গল্প । রেদওয়ান সামী জন্ম গ্রহণ করেন ২৫শে অক্টোবর ১৯৯৬ সালে গোপালগঞ্জ জেলার গোপালপুর গ্রামে। পিতা আব্দুল মান্নান এবং মাতা মরহুমা রহিমা বেগম এর ছয় সন্তানের মধ্যে তিনি পঞ্চম । সমাজের নানা প্রতিক‚লতার সামনে দাঁড়িয়ে একজন সুলেখক হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই তার ব্রত। নিজের মতো করে সৃষ্টি করছেন গদ্যের ভাষা। গদ্যের ভাষা হয়ে উঠেছে স্বপ্ন ও স্বপ্নিল। সেই প্রাঞ্জল ভাষা দিয়ে সৃষ্টি করা গল্পগুলো থেকে বাছাই করা ছয়টি গল্প দিয়ে সাজিয়েছেন লেখকের প্রথম বই, ‘রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট’। ছন্দের তালে-তালে লিখে চলেছেন ছড়া। শিশু মনকে জাগাতে পারে এমন ছড়া নিয়ে এই মেলাতেই প্রকাশ হয়েছে লেখকের আরো একটি বই, ‘জিতুর প্রিয় ঋতুর ছড়া’। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক এবং সাহিত্য ম্যাগাজিনগুলোতে লিখছেন নিয়মিত। আমি তার সার্বিক সাফল্য কামনা করি। মালেক মাহমুদ শিশু সাহিত্যিক