Authors
Explore our collection of books across different authors
চয়ন মল্লিক
2
Books
17
Followers
চয়নের জন্ম ঢাকায় এক শিল্পসাহিত্যপ্রেমী পরিবারে। খুব ছোটোবেলা থেকেই বইপড়ার অভ্যাস। এখনো পড়েন সবকিছুই, তবে সবচেয়ে ভালোবাসেন রহস্যরোমাঞ্চ সিরিজ। জোরেসোরে লেখার শুরু 'পেন্সিল'-এ ঢোকার সময় থেকে। গোয়েন্দাকাহিনীর পাশাপাশি ভ্রমণকাহিনী, আর সঙ্গীতচিন্তা লিখতে চয়ন স্বচ্ছন্দ। পড়া আর লেখার পাশাপাশি চয়নের ভালোলাগার জগতের অবিচ্ছেদ্য অঙ্গ্তগান। ঢাকা বিশ্ববিদ্যালয় আর ইংল্যান্ড থেকে ইংরেজী ভাষাতত্ত্বে মাস্টার্স করে চয়ন বর্তমানে কানাডা'র সাস্কাচুয়ান প্রদেশের রাজধানী শহর রিজাইনাতে একটি কলেজে ইংরেজীর শিক্ষক। এ শহরেই তিনি বাস করেন এক কন্যা অনন্ত আনন্দধারা এবং স্বামী সঙ্গীত শিল্পী পিনু সাত্তারের সাথে।