Authors
Explore our collection of books across different authors
সাগর রহমান
1
Books
1
Followers
সাগর রহমানের জন্ম নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর গ্রামে। পিতা-নুরনবী চৌধুরী, মাতা-রোকেয়া বেগম। পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা সাগর রহমানের লেখালেখি শুরু স্কুল জীবন থেকে। তারপর থেকে নিয়মিত লিখছেন বিভিন্ন ছোটকাগজ সহ নানান দৈনিকে, সাপ্তাহিক কাগজে, বস্নগে, অনলাইন ম্যাগাজিনে। মূলত গদ্যকার হলেও কবিতা, ছড়া, মুক্তগদ্য লিখেছেন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ : খড়িমাটির দাগ (গল্পগ্রন্থ), হিঁদোলচোরা (উপন্যাস), টুপটাপের বাড়ি ফেরা (শিশুতোষ উপন্যাস)।