Authors
Explore our collection of books across different authors
মুহাম্মদ বেলাল
2
Books
19
Followers
মুহাম্মদ বেলাল জন্ম: চট্টগ্রামে। পৈতৃক বাড়ি: বরিশালের পটুয়াখালী জেলার অন্তর্গত মাধবপুর গ্রামে। সম্প্রতি 'ব্যবস্থাপনা' বিষয়ে বিবিএ ও এমবিএ শেষ করেছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে। নাম-যশের নেশায় নয়, শুধুমাত্র নিজের ভালোলাগা থেকে লেখালেখি করেন শখের বশে। ২০১৭ সাল থেকে খুঁটিনাটি লিখে লিখে এতটুকু আসা। মূলত ঝোঁক হচ্ছে কবিতার প্রতি। তবে, সামাজিক বিভিন্ন সমস্যা ও নিজের দেখা বিভিন্ন ঘটনার মিশেলে গল্পও লেখেন। এযাবৎকালে বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত গল্পের সংখ্যা চারটি, কিছু কবিতা এবং প্রকাশিত হয়েছে একটি প্রবন্ধ ও মা'কে নিয়ে লেখা জুলাই স্মৃতিকথা। এবং এই প্রথম 'বইটই' জনপ্রিয় ই-বুক প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গল্প, 'আজগর মেম্বার'। তিনি মনে করেন, তাঁর শিক্ষাজীবন, ছোটছোট বিভিন্ন সাফল্য এবং গল্প-কবিতা সবকিছুর মূলে রয়েছে তাঁর মায়ের দোয়া ও সরাসরি মায়ের জীবনদর্শন। তিনি তাঁর সকল অর্জনকে তাঁর মায়ের অর্জন বলে মনে করেন। ভবিষ্যতেও ধারাবাহিক ধাঁচে লিখে যাওয়ার ইচ্ছে আছে। খুব ধীরে তবে নিরবচ্ছিন্ন চেষ্টায় লিখার প্রচেষ্টা অব্যাহত রেখে হয়ে উঠতে চান মানুষের ভালোবাসার আকাঙ্ক্ষিত লেখকদের কেউ একজন। হতে চান এসময়কার জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের মতো মানুষের ভালোবাসার লেখক, শুধুই ভালোবাসার মানুষ, নাম-খ্যাতির বিশেষ আকাঙ্ক্ষা সত্যিই নেই। এবং সেই যাত্রার শুরু হিসেবে তিনি ধরে নিতে চান, এই 'আজগর মেম্বার' ও 'বইটই' ই-বুক প্ল্যাটফর্মকে। তিনি তাঁর লেখাকে করতে চান স্বচ্ছ আয়নার মতো। যেখানে তাকালেই ভেসে উঠবে জীবনের বাস্তবতা, সমাজচিত্র, এবং আরও অসংখ্য ছায়া।