মাদক সেবন করতে গিয়ে অপঘাতে মারা গেল মলি রর্কের কিশাের বয়সি ছেলে অ্যালেক্স। একমাত্র সন্তানের অনাকাঙ্খিত মৃত্যুতে ডিভাের্সি মলি খুব ভেঙে পড়েন। তবে তিনি জানেন, কে বা কারা তার সন্তানের মৃত্যুর জন্য দায়ী। ছেলে হারানাের শােককে শক্তিতে রূপান্তর করলেন মা। নিজের হাতে আইন তুলে নিয়ে স্টেট পুলিশকে নাকানি-চুবানি খাইয়ে ঘাম ছুটিয়ে দিতে শুরু করলেন। সন্তানের প্রতি মায়ের মমতামাখা ভালবাসায় আঘাত এলে সেটা যে কতটা তীব্র আর ভয়ঙ্কর হয়ে প্রতিশােধের রূপ ধারণ করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ ১১৩ মিনিট।
মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণে অকাল মৃত্যু ঘটে অ্যালেক্সের। ছেলের মৃত্যুতে প্রায় ভেঙ্গে পড়তে শুরু করে মলি। মলির দুই ভাই তাকে শান্তনা দিতে এগিয়ে আসে। মলি খুব ভালো করেই জানে, তার ছেলে কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা যায়নি। খুন করা হয়েছে তার ছেলেকে। এমনকি এই খুনের পেছনে মূলহোতা কে সে সম্পর্কেও অবগত মলি। প্রতিশোধের নেশায় মরিয়া মলি তার সন্তান হত্যার বিচার করতে নিজেই ঘটাতে থাকে একের পর এক অপরাধ। মলি কি পারবে তার সন্তানকে ন্যায় বিচার দিতে? নাকি তারই করা প্ল্যান তাকেই ডুবিয়ে ছাড়বে? বইটই এ্যাপে আমার পড়া দ্বিতীয় বই এটি। প্রথমটার তুলনায় এটার সম্পাদনা তেমন একটা ভালো না। বানান ভুল ছিল চোখে পড়ার মতো। এছাড়া স্পেস নিয়েও সমস্যা হয়েছে বহু স্থানে। এই বই পড়াকালীন খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমার বইটইয়ের সাথে। আশা করি, এই ভুলগুলো শুধরানো সম্ভব হবে। তবে বইয়ের কাহিনী মোটামুটি ভালো লাগার মতো। সাসপেন্স ছিল ভালো। এছাড়া আনপ্রেডিক্টেবল ছিল বইটা। তাই মোটামুটি ভালো লেগেছে। বইয়ের নাম- ১১৩ মিনিট লেখক- জেমস প্যাটারসন, ম্যাক্স ডিলাল্লো অনুবাদক- সাঈম শামস্ প্রকাশনী- প্রতিচ্ছবি প্রকাশনী জনরা- রিভেঞ্চ থ্রিলার মূল্য- ৩৯ টাকা(বইটই এ্যাপে) পৃষ্ঠা সংখ্যা- ১৮৬ পৃষ্ঠা(বইটই এ্যাপে) ফরম্যাট- ইপাব ©Zara Afreen #Boitoi #BoitoiApp ইপাব লিংক: https://link.boitoi.com.bd/Vxsw
Read all reviews on the Boitoi app