Authors
Explore our collection of books across different authors
আফসানা নীতু
4
Books
103
Followers
পুরো নাম, আফসানা আখতার নীতু। তবে সাহিত্যাঙ্গনের পরিচিত সকলে তাকে আফসানা নীতু নামেই চেনে। জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই এবং পরবর্তীতে ইডেন কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরিবার-প্রিয়জন নিয়ে আনন্দিত তরল জীবনযাপনকারী আফসানা নীতু স্বভাবগতভাবে পরিবারকেন্দ্রিক হলেও তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, ভালোবাসেন রহস্য আর রোমাঞ্চ। তাইতো তার প্রতিটি লেখার মাঝেও থাকে তারই প্রতিফলন। ধনাত্মক জীবনবোধ তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে এবং লেখার মাঝেও সেটি ফুটিয়ে তোলার প্রাণপণ চেষ্টা থাকে তার। একদিন সবাই প্রাণ খুলে হাসতে পারবে এবং বাংলা সাহিত্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবে, এই স্বপ্ন নিয়েই তিনি তাঁর লেখালেখি চালিয়ে যেতে চান।