Authors
Explore our collection of books across different authors
শারমিন প্রিয়া
2
Books
17
Followers
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মেয়ে শারমিন প্রিয়া জন্মগ্রহণ করেছেন ২৬ ফেব্রুয়ারি। বর্তমানে তিনি ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ভালোবাসা থাকলেও ২০২৩ সালে তাঁর প্রথম বই ‘পারু’ প্রকাশের মাধ্যমে লেখকজীবনের শুরু। তার প্রকাশিত প্রথম ই-বুক ‘তবু আমি রয়ে যাই’। ভবিষ্যতে আরও ভালো লেখার মাধ্যমে পাঠকের মন জয় করতে চান। ফেসবুকে তিনি একজন সক্রিয় লেখক, যেখানে পাঠকের ভালোবাসায় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছেন। শখের লেখালেখিকে একদিন পেশা হিসেবে গ্রহণ করার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন তিনি।