Authors
Explore our collection of books across different authors
মুহাম্মদ আনোয়ারুল হক খান
2
Books
6
Followers
লেখালেখি আমার রক্তের টান, রোমাঞ্চকর অভিযানের অদম্য নেশা। রহস্যের পিছনে ছুটে চলা। যেখানে প্রতি মুহূর্তে অপেক্ষায় থাকা পরক্ষণে কী ঘটতে চলছে। অজানা টুইস্ট। আর সায়েন্স ফিকশন আমার কাছে রঙ্গিন ঘুড়ির মত। কল্পনার সীমানা পেরিয়ে যে ছুটে চলে মহাজগতিক পরিমণ্ডলে। এ যেন সময়টাকে স্থির করে দিয়ে এর আদি-অন্ত দেখার মত। তারপরও এ ঘুড়ি যেমন ইচ্ছে তেমন উড়তে পারে না, সুতোয়ে টান পড়ে বলে। এ টান যুক্তির টান। যৌক্তিক কল্পনা বললে ভুল হয় না। তারপরও নিজ ইচ্ছেয়ে সুতোটাকে ছিঁড়ে দিতে ভাল লাগে মাঝে মাঝে।